অনলাইনে আয় করার ১০টি ওয়েবসাইট (সার্ভে ওয়েবসাইট)

 



অনলাইনে আয় করার ওয়েবসাইট লিস্ট। কিছু ওয়েবসাইট আছে যেগুলোর বিভিন্ন জরিপে অংশ নিয়ে বা ক্যাপচা পূরণ করে অনলাইনে টাকা আয় করতে পারেন। ১০ website


অনলাইনে আয় করার সেরা ১০টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি। আপনি এই ১০টি ওয়েবসাইট থেকে ছোট খাটো কাজ করে অনলাইনে আয় করতে পারবেন।

বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে Survey (জরিপ) করা হয়। আপনাকে একটি ফর্ম দিবে আপনি পূরণ করে দিয়ে টাকা পাবেন।

যেহেতু এসব কাজগুলো অনেক ছোট্ট কাজ, তাই আপনার ১০-২০ মিনিট লাগবে করতে।

১০টি ওয়েবসাইট থেকে আয় করুন।

Ysense

বর্তমানে, ySense হলো একটি অনেক জনপ্রিয় এবং সেরা অনলাইন ইনকাম সাইট যেটাকে অনেকেই ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করছেন।

অনেকেই রয়েছেন, যারা Ysense এর affiliate program এবং paid survey গুলো সম্পূর্ণ করে মাসে ১৫০ থেকে ২০০ ডলার আরামে আয় করছেন।

ysense থেকে পেইড সার্ভে বাদেও আরো অনেক উপায়ে আয় করা যায়। যারা অনলাইনে সার্ভে বা ছোটখাটো কাজ করতে চান ysense এ কাজ করুন।

Ysense এ কাজ করার জন্য আমার রেফারেল লিংকটি ব্যবহার করতে পারেন। 

Ysense বাংলাদেশ সাপোর্ট করে; তাই পেমেন্ট বা এই ধরণের কোনো ঝামেলায় পড়ার আশঙ্কা কম থাকে। তবে একটু রিস্ক নিতে পারলে ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

যদি আমেরিকার কোনো স্টেটের ঠিকানা দিয়ে এখানে একাউন্ট করতে পারেন, তবে প্রতিটি সার্ভের জন্য অনেক ডলার পাবেন। যেটা বাংলাদেশ থেকে সম্ভব নয়।

MyPoints.com

ভিডিও দেখে খুব সহজে টাকা আয় করার জন্য এই সাইটে কাজ করতে চান। তবে বাংলাদেশ থেকে একাউন্ট করতে পারবেন না।

আপনাকে VPN ব্যবহার করতে হবে ও ভুল তথ্য ‍দিয়ে একাউন্ট করতে হবে। টাকা আয় করার সাথে সাথে তুলে নিতে হবে; যদি পরে সমস্যা হয়, পুরো টাকা যেন না খেয়ে যেতে পারে।

Kolotibabalo

ক্যাপচা পুরণ করে আয় করতে চান। এই ওয়েবসাইটে জয়েন করে; ক্যাপচা পূরণ করে আয় করুন।

প্রতি ক্যাপচা ০.১৫-১০ ডলার পর্যন্ত দেয়া হবে আপনাকে। ক্যাপচা পূরণ করে আয় করতে এখুনি জয়েন করুন।

Captcha2Cash

ক্যাপচা পূরণ করে আয় করার জন্য এটাও একটা বেস্ট সাইট। প্রতি বার ক্যাপচা পূরণে সফল হলে আপনি পাবেন ১ ডলার।

ক্যাপচা পূরণ করে আয় করার জন্য সাইটে গিয়ে সাইনআপ করুন। ক্যাপচা পূরণ করুন ও টাকা আয় করুন।

অনলাইনে আয় করার ১০টি ওয়েবসাইট। 10 website to make money online in bengali

OneOpinion

সব সার্ভে ওয়েবসাইটের মতো এখানেও একই নিয়ম; সাইন আপ করতে হবে, সার্ভে বা জরিপে অংশ নিতে হবে।

প্রতিটি জরিপের জন্য পয়েন্ট দেয়া হবে; ১০০০ পয়েন্টে ১ ডলার। ২৫,০০০ পয়েন্ট মানে ২৫ডলার হলে টাকা তুলতে পারবেন।

Swagbucks.com

যারা অনলাইন থেকে আয় করে তাদের কাছে এটি অনেক পরিচিত একটি সাইট। এখানে আয় করার কোনো আলাদা প্রক্রিয়া নেই। আর সকল ওয়েবসাইটের মতো সাইন আপ করুন।

বিভিন্ন পেইড সার্ভেতে অংশ নিন; পয়েন্ট আয় করুন। পয়েন্টকে ডলারে কনভার্ট করে পেমেন্ট নিন।

অনলাইনে আয় করার ১০টি ওয়েবসাইট। 10 website to make money online in bengali

অনলাইনে আয়: CaptchaTypers

ক্যাপচা লাভারদের জন্য এটা অনেক জনপ্রিয় একটি সাইট। আপনি যদি ক্যাপচা পূরণ করে আয় করতে ভালোবাসেন; এটা আপনার জন্য।

এই সাইটে গিয়ে সাইন আপ/ রেজিস্ট্রেশন করুন। ক্যাপচা পূরণ করুন, টাকা আয় করুন, পেমেন্ট নিন।

Megatypers.com

এই অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট অনেক পুরাতন এবং অনেকেই ওয়েব সাইটটি ব্যবহার করে দেখেছেন।

আপনার যদি একটি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তবে আপনি ঘরে বসেই ইন্টারনেট সংযোগ দিয়ে বিভিন্ন ডাটা এন্টির কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।

তবে হ্যাঁ আমি নতুন এই ওয়েবসাইট সম্পর্কে জেনেছি এই জন্য তারা সত্যি আপনাকে কিভাবে টাকা পেমেন্ট করবে সেই বিষয়ে এখনো নিজে যাচাই করে দেখিনি।

BrandedSurveys

সার্ভে ওয়েবসাইটগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে ফেসবুক ব্যবহার করে বা ম্যানুয়ালি সাইনআপ করতে পারবেন। এই সাইট শুধুমাত্র US, UK, Canada র জন্য এভেলএবল।

আপনি চাইলে VPN ব্যবহার করে কাজ করতে পারেন। 

অনলাইনে আয়: Prizerebel.com

সার্ভে করে অনলাইন থেকে ইনকাম করার এটি একটি ভালো ওয়েবসাইট। এখানে আপনি সার্ভে গুলো সম্পূর্ণ করে রিঅ্যাওয়ার্ড আয় করতে পারবেন।

এই ওয়েবসাইট পেইড সার্ভে করে আপনার ইনকাম করা টাকা গুলি Amazon, PayPal, eBay, Steam ইত্যাদি মাধ্যমে তুলতে পারবেন।

আপনি এই ওয়েবসাইটে যেকোন ই-মেইল আইডি দিয়ে নতুন একাউন্ট তৈরি করে নিতে পারবেন।

একাউন্ট তৈরির পরে আপনাকে Long Survey, Daily Survey ইত্যাদি বিভিন্ন ধরনের সার্ভে গুলি পূরন করতে বলা হবে।

কিছু সতর্কতা

অনলাইন সার্ভে বা বিভিন্ন ছোট ছোট কাজ করে আয় করার জন্য কিছু কথা মনে রেখে কাজ করবেন।

টাকা ইনভেস্ট করবেন না: অনলাইন যেকোনো আয় করার সাইটে যোগ দেয়ার জন্য টাকা দিবেন না। এসব সাইটগুলো ফ্রি হয়ে থাকে।

আপনি যদি টাকা দিয়ে সাইটে জয়েন করেন; আপনার টাকা মার যাবার যথেষ্ট সম্ভাবণা আছে। টাকা নিয়ে কাজ করানো সাইটগুলো অধিকাংশ সময় ভুয়া হয়ে থাকে।

অধিক সময় কাজ না করা: ছোট-খাটো টাক্স পূরণ করে টাকা আয় করা সহজ। আপনার হাতে যদি কোনো দরকারী কাজ না থাকে; তখন কাজ করুন।

আপনি ফ্রি টাইমে শুধুমাত্র মজার মাধ্যমে টাকা আয় করার জন্য; এসব সাইটে কাজ করুন। যেন টাকা না পেলেও আপনার কোনো সমস্যা না হয়। ”পেলে ভালো না পেলে আরো ভালো ” বিষয়টা এমন।

অধিক আশা/ অনলাইন ক্যারিয়ার: আপনি যদি অনলাইনে ক্যারিয়ার গড়তে চান; তবে এসব জায়গায় কাজ করবেন না। সময়টা একটা প্রডাক্টিভ কাজে লাগান। যেমন: কোনো কিছু শেখা, ব্লগিং ইউটিউবিং ইত্যাদি করুন।

অনলাইনে আয় করার ১০টি ওয়েবসাইট। 10 website to make money online in bengali

শেষকথা:

এরকম সাইটে কাজ করার সময় অল্প করে কাজ করুন। নতুন নতুন সাইটে চেষ্টা করুন। কাজ করার সময় VPN ব্যবহরের চেষ্টা করুন।

অধিকাংশ সাইটগুলো বাংলাদেশের জন্য লকড অবস্থায় থাকে; তাই VPN ব্যবহার করলে আয়ের সুবিধা হয়। বেশি আয় করতে ইউনাইটেড স্টেস্টের কোনো ঠিকানা ব্যবহার করুন।

আপনি যদি সার্ভে বা এরকম কোনো নির্ভরযোগ্য ওয়েবসাইট খোজেন সেক্ষেত্রে আমি Ysense কে অগ্রাধিকার দিব। এটা অনেক ট্রাস্টেড সাইট।

আমি এর ব্যপারে অনেক বিষয় জেনেছি অনলাইন থেকে। আপনিও চাইলে গুগলে সার্চ করে রিভিউ দেখতে পারেন কোম্পানীটির।

আরো কিছু আয় বিষয়ক আর্টিকেল:-

  • app দিয়ে টাকা আয় 2021 | মোবাইল দিয়ে টাকা আয়।
  • ফেসবুক থেকে কিভাবে টাকা আয় করা যায়।
  • ব্লগিং করে আয় করার উপায়
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url