টাকা খরচ না করে অনলাইনে আয়ের হালাল এবং সহজ মাধ্যম


 


বৈধভাবে অনলাইনে উপার্জন করা অত সহজ নয়। এর জন্য দরকার কোন নির্দিষ্ট কাজে ভালো দক্ষতা, কাজের প্রতি একাগ্রতা ও কর্মনিষ্ঠা। অনেকের এই গুণ গুলো থাকার পরও অনলাইনে ভালো পরিমাণ উপার্জন করতে পারছেন না, কারণ হয়ত তাদের অনলাইনে উপার্জনের সঠিক ধারণা নেই। এই জাতীয় মানুষদের জন্য এই লেখাটি। এখানে তাদের জন্য অনলাইনে উপার্জনের অনেক সুন্দর সুন্দর ধারণা দেওয়া হয়েছে।

১। ওয়েবসাইটগুলির জন্য কার্টুন ডিজাইন করুন

২। স্বয়ংক্রিয় সফটওয়্যার তৈরি করুন

৩। একটি আকর্ষণীয় ভিডিও চিত্রিত করুন

৪। একটি অনলাইন ভার্চুয়াল স্টোর শুরু করুন

৫। একটি অনুমোদিত ওয়েবসাইট তৈরি করুন

৬। নিবন্ধন লেখা

৭। ব্লগিং

৮। পডকাস্টিং

৯। অনলাইন গবেষণা কাজ শুরু করুন

১০। অনলাইন পরামর্শদাতা

১১। স্টক ফটোগ্রাফি

১২। ফোরাম পোস্টিং

১৩। ফোরাম মডারেটর

১৪। অতিথি লেখক

১৫। অনুবাদ

১৬। ইবুক লিখে অনলাইনে বিক্রি

১৭। ভার্চুয়াল সহকারী

১৮। সম্পাদনা এবং প্রূফরিডিং এর কাজ

১৯। একটি ডিরেক্টরি তালিকা তৈরি করুন

২০। অনলাইনে পড়ানো শুরু করুন



বর্তমান যুগে টাকা ছাড়া কিছুই হয় না। আপনি যদি অনলাইনে কোন ইনভেস্ট ছাড়া ইনকাম করতে চান তাহলে আপনি ইউটিউব অথবা গুগল থেকে রিসার্চ করে বিষয়গুলো সহজে হ্যান্ডেল করতে পারবেন।

ইউটিউবে অনলাইনে ইনকামের ডিজিটাল মার্কেটিং এর হাজার হাজার ভিডিও রয়েছে আপনি সেখান থেকে নিজের পছন্দমত একটি সেক্টর বেছে নিয়ে কাজ করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url