<>আপনি যদি ২০২১ সালের সেরা ও মজার বাংলা ইউটিউব চ্যানেলের নাম জানতে চান তাহালে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এমনিতে YouTube এ বিভিন্ন বিষয়ে অনেক ভালো ভালো চ্যানেল রয়েছে। (best bangla YouTube channel name). আমাদের মধ্যে অনেকে আছেন যারা ইউটিউবে গিয়ে ভালো ভালো চ্যানেল ও ভিডিও খোঁজার উদ্দেশ্যে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়ি। (সেরা ইউটিউব চ্যানেল)
ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে যেখানে ভুল তথ্য দেওয়া হয় আবার অনেক চ্যানেল আছে যেখানে অপ্রয়োজনীয় ভিডিও আবলোড করা হয়। আপনার এমন সমস্যার জন্য আজকের এই আর্টিকেলটি। আপনি বাংলাতে ইউটিউব দেখতে পছন্দ করেন, তাহালে নিচের ১০ টি বাংলা ইউটিউব চ্যানেলের নাম অবশ্যই জেনে নিবেন।
এই চ্যানেল গুলো থেকে আপনি বাংলাতে বিভিন্ন বিষয় তথ্যা পেয়ে যাবেন। যেমন- প্রযুক্তিগত, রেসিপি, শর্টফিল্ম, কমেডি, বিঙ্গান, কার্টুন বিষয়ে থাকা সেরা ইউটিউব চ্যানেল গুলো আমি নিচে বলবো। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি ২০২১ সালের সেরা বাংলা ইউটিউব চ্যানেলের নাম গুলো।
সেরা বাংলা ইউটিউব চ্যানেলের নামের তালিকা – ২০২১
(১) Grow Big
- Channel Name – Grow Big
- Subscribe – 333k+
- Channel Type – Online income, blogging, web development, business tips.
আপনি যদি Online income, web development, blogging এবং business tips সম্পর্কে জানতে চান তাহালে Grow Big বাংলা ইউটিউব চ্যানেলটি আপনার জন্য সেরা হবে। এখানে সুন্দর ও ভালো করে বুঝিয়ে দেওয়া হয়। তাই এই চ্যানেল ভিউ করার পরামর্শ দিবো যাতে আপনি উপরের বিষয়ে জানতে পারেন।
অবশ্যই পড়ুন – মোবাইল থেকে Google এবং YouTube Search History কিভাবে ডিলেট করবেন?
(২) জীবন সমস্যা সমাধান
- Channel Name – জীবন সমস্যা সমাধান
- Subscribe – 1.73M+
- Channel Type – Life / Motivational
- Videos – 204+
জীবন সমস্যা সমাধান এই বাংলা ইউটিউব চ্যানেলটি আমার অনেক পছন্দের। এখানে আপনি নিজের জীবনের সাথে জড়িত অনেক সমস্যার সমাধান পাবেন এবং নিজেকে অনুপ্রাণিত করার রাস্তা খুঁজে পাবেন। ভিডিও এর মাধ্যমে আপনার সমস্যা এব জীবনের সাথে লড়াই করার উপায় গুলো বুঝিয়ে বলে দিবে। এক কথায় সত্তি দারুন এই বাংলা চ্যানেলটি, একবার ঘুরে আসার পরামর্শ দিবো।
(৩) Zakilove Official
- Channel Name – Zakilove official
- Subscribe – 191k+
- Videos Type – bangla funny short films, bangla comedy videos.
- Videos -122+
Zaki এখানে একজন ব্যাক্তির নাম বা একটি চরিএের নাম। যাকে নিয়ে বিভিন্ন কমেডি বাংলা শর্টফ্রিল্ম তৈরি করা হয়। Zaki র চরিএ সত্তি আপনার ভালো লাগবে। বেশি ভাগ সময়ে তারা boy friends, girl friends নিয়ে ফানি কমেডি ভিডিও বানিয়ে থাকে। তাছাড়া তারা বর্তমানে music videos তৈরি করছে।
(৪) Sohag 360
- Channel Name – Sohag 360
- Subscribe – 1M+
- Channel Type – Review, Technology, PC, Internet Tutorial.
- Videos – 215+
আপনি যদি Technology, review, Internet tutorial ইত্যাদি ভিডিও গুলো দেখতে ভালবাসেন তাহালে Sohag 360 বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এমনিতে ইন্টারনেটে অনেক টেকনোলোজি ভিডিও পাবেন কিন্ত এই চ্যানেলের ভিডিও দেখে আপনি সম্পর্ন বিস্তারিত তথ্য গুলো জানতে পারবেন। আমি নিজেও এই চ্যানেলটি ফলো করি। আমি ব্লগিং শুরু করেছি তার ভিডিও দেখে।
(৫) Wonder Munna
- Channel Name – Wonder Munna
- Subscribe – 700k+
- Channel Type – Fanny short films, bangla comedy videos.
আপনি যদি বাংলা শর্টফ্রিল্ম দেখে মন ভালো করতে চান তাহালে একবার wonder munna চ্যানেলটি ভিজিট করুন। এখানে একটি মাএ মেয়ে বিভিন্ন চরিএ নিয়ে অভিনয় করে। এখানে বেশি ভাগ ভিডিও গুলো হলো comedy bangla short films.
(৬) Shampa’s Kitchen
- Channel Name – Shampa’s Kitchen
- Subscribe – 700k+
- Channel Type – Bangla Recipe.
- Videos – 679+
আপনি যদি নতুন নতুন খাবার বানাতে শিখতে চাচ্ছেন তাহালে এই বাংলা ইউটিউব চ্যানেলটি সেরা। এখানে আপনি মাংস, মাছ, মিষ্টি, কেক, চটপটি, ফসকা সহ আরো নতুন নতুন খাবার তৈরি করার সেরা রেসিপি গুলো পাবেন। দুরুন ভাবে বুঝিয়ে দেওয়া হয় দর্শকবৃন্দদের। যা থেকে আপনি সহজে রেসিপি বানাতে পারবেন।
(৭) All Bangla Tips
- Channel Name – All Bangla Tips
- Subscribe – 2.75M+
- Channel Type – Android pits, YouTube, Facebook Internet.
আপনি যদি নতুন ইউটিউবার হতে চান তাহালে এই চ্যানেলের তৈরি করা ভিডিও গুলো থেকে সহজে শিখতে পারবেন। এখানে YouTube ছাড়াও আরো বিভিন্ন বিষয়ে ভিডিও তৈরি করা হয়। যেমন- Internet, Facebook, Android etc. এই চ্যানেলের প্রতিটা ভিডিও অনেক কাজের এবং অসংখ্য মানুষরা এই চ্যানেল থেকে শিক্ষা নিচ্ছে। আপনিও চ্যানেলটি ভিউ করতে পারেন।
(৮) Sony AAHT
- Channel Name – Sony AAHT
- Subscribe – 6.94M+
- Channel Type – cartoon, series, indian bangla series.
আপনি কি বাংলা কার্টুন, নাট বল্টু, গোপাল ভাড় ইত্যাদি দেখতে ভালো লাগে। তাহালে সেরা এই ইউটিউব চ্যানেলটি আপনার অবশ্যই ভালো লাগবে। এটা হলো ভারতীয় টিভি চ্যানেলের সাথে জড়িত একটি ইউটিউব চ্যানেল। এখানে আপনি ভারতীয় বাংলা সিরিয়াল গুলো ও দেখতে পাবেন।
(৯) Top 10 Bangla
- Channel Name – Top 10 Bangla
- Subscribe – 192k+
- Channel Type – information, বিঙ্গান
এখানে আপনি নতুন নতুন মজার বিঙ্গান বিষয়ে তথ্য জানতে পারবেন। শুধুমাএ বিঙ্গান নয়, বিভিন্ন দেশ, ব্যাক্তি, ইতিহাস সহ আরো নানান বিষয়ে মজার মজার তথ্যা গুলো জানতে পারবেন। এই চ্যানেলের তথ্যাগুলো দেখে অবশ্যই আপনার মনে ভালো লাগবে।
(১০) The Bong Guy
- Channel Name – The Bong Guy
- Subscribe – 2.75M+
- Channel Type – Bangla roasting Videos, funny videos.
- videos – 53+
আপনি যদি ফানি বাংলা রেস্টিং ভিডিও দেখতে ভালোবাসেন তাহালে এই চ্যানেলটি আপনার জন্য সেরা। কারন, বাংলাতে সেরা রেস্টিং ইউটিউব চ্যানেল হিসাবে The Bong Guy চ্যানেলটি অনেক বিখ্যাত। এখানে বিভিন্ন ছোট ছোট স্টেরি, নিজের কৌশলের মাধ্যমে সেরা ভিডিও তৈরি করে আবলোড করা হয়। আপনার যদি হাসতে মন চায় তাহালে এই চ্যানেলের ভিডিও গুলো একবার দেখুন।
বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা কিছু সেরা বাংলা ইউটিউব চ্যানেলের নাম সম্পর্কে জানতে পারলেন। এছাড়া আপনাদের কাছে যদি এমন মজার কোনো bangla YouTube channel এর নাম থাকে তাহালে নিচে কমেন্টে করবেন। পরবর্তীতে সেগুলোও আর্টিকেলের সাথে যুক্ত করে দিবো।