মোবাইল থেকে Google এবং YouTube Search History কিভাবে ডিলেট করবেন?


 

প্রতিদিন আমরা সবাই আমাদের মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেটের মাধ্যমে  Google বা YouTube এ নানা বিষয়ে সার্চ করে থাকি। তবে, এই search engine গুলোতে আমরা অনেক সময় পার্সোনাল বিষয়ে সার্চ করে থাকি, যেগুলো অন্যকে জানানোটা পছন্দ করি না। যদি ও মোবাইল, কম্পিউটার অন্যরা ব্যবহার করে না। (Google এবং YouTube)

তো তাহালে , তেমন কিছু ভাবার বিষয় না। কিন্ত আপনার যদি  মোবাইল বা কম্পিউটার অন্য কেউ ব্যবহার করে তখন  কি করবেন আপনি? এজন্য আপনার mobile বা computer থেকে কি কি বিষয়ে সার্চ হচ্ছে, সেই হিস্ট্রি (history) গুলো ডিলেট করা জরুরি। না হলে যেকেউ জেনে নিতে পারবে আপনি কি বিষয়ে ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে থাকেন। (Google এবং YouTube)
আমি আজকে এই আর্টিকেলের মাধ্যমে  আপনাকে বলবো গুগল সার্চ হিস্ট্রি ডিলেট করার নিয়ম এবং তার সাথে বলবো ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায় গুলো সম্পর্কে। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি।
কিভাবে মোবাইল থেকে Google Search History ডিলিট করবেন?
আসলে, মোবাইল এবং কম্পিউটার দুইটায় গুগল এবং ইউটিউব সার্চ হিস্ট্রি ডিলিট করার উপায় একই। তবে, আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেই ভাবে ব্যবহার করুন।
স্টেপ ১. প্রথমে নিজের মোবাইল থেকে ওপেন করুন।
স্টেপ ২. ব্রাউজারের মধ্যে myaccount.google.com লিখে সাইটে চলে যান।
স্টেপ ৩. যদি আপনার গুগল একাউন্ট লগইন করা থাকে তাহালে, নিজের google account এর সাথে জড়িত সেটিংস গুলো দেখাবে।
 
স্টেপ ৪. আপনি প্রথমে  privacy & personalization অপশন দেখাবে। আপনি সেখানে ক্লিক করবেন।
স্টেপ ৫. আপনাকে তারপরে  data & personalization পেজে যাবেন, এবং সেখানে activity control এর অপশনটি দেখাবে।
স্টেপ ৬. activity control এর নিচে manage your activity control এই লিংকে ক্লিক করুন।
স্টেপ ৭. এবার activity control পেজের মধ্যে web & app activity অপশনের নিচে manage activity অপশনে ক্লিক করুন।
স্টেপ ৮. এবার web & app activity পেজের মধ্য delete অপশন দেখাবে সেখানে ক্লিক করলে সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে যাবে।
উপরের প্রক্রিয়ার মাধ্যমে আপনি মোবাইল দিয়ে google search history delete করতে পারবেন। তাহালে এবার জানবো YouTube history ডিলিট করার উপায়।
কম্পিউটারের মাধ্যমে গুগল এবং ইউটিউব হিস্ট্রি ডিলেট করার নিয়ম
স্টেপ ১. প্রথমে কম্পিউটার থেকে যেকোনো একটি web browser ওপেন করুন।
স্টেপ ২. browser গিয়ে টাইপ করুন myaccount.google.com এবং সেই লিংকে চলে যান।
স্টেপ ৩. এবার আপনি গুগল একাউন্ট এর সাথে জড়িত সেটিংস গুলো দেখতে পাবেন।
স্টেপ ৪. তারপরে data & personalization অপশনে click করুন।
স্টেপ ৫. এবার activity control বলে একটি অপশন দেখতে পাবেন। তার নিচে manage your activity control অপশন থাকবে।
স্টেপ ৬. আপনি manage activity control ক্লিক করবেন।
স্টেপ ৭. এবার আপনি activity control পেজে web & app activity এবং YouTube history অপশনের নিচে manage activity গিয়ে একে একে delete করতে থাকবেন।
ডিলিট করার সময় আপনার কাছে প্রশ্ন করা হবে আপনি কত ঘন্টার বা দিনের হিস্ট্রি ডিলিট করতে চান সেটা উল্লেখ করে দিবেন।
বন্ধুরা আজকের এই how to delete google search history in bangla আর্টিকেলটি কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url