হযরত মুসা (আঃ) এর বংশ পরিচয় ও জন্ম । ইসলাম ও মুসলমান পর্ব -০১

পর্ব-০১



হযরত মুসা (আঃ) এর বংশ পরিচয় ও জন্ম

হযরত ইব্রাহীম (আঃ) এর পুত্র হযরত ইসহাকের সন্তান-সন্ততিগণ বনি ইস্রাইল নামে পরিচিত। হযরত মূসা (আঃ) বনি ইস্রাইল বংশের একজন পরাক্রমশালী নবী ছিলেন। হযরত মুষা, কালিমুল্লা নামে খ্যাত। যেযেতু তিনি তুর পাহাড়ে আল্লাহ তা‘য়ালার দর্শন লাভ করে তার সাথে সরাসরি কথা বলার সুযোগ লাভ করেছিলেন। একমাত্র হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এই পরম সৌভাগ্য লাভ করা কোন নবীর পক্ষে সম্ভব হয় নি। এজন্য তার নামকরণ করা হয়েছে কালিমুল্লা । হযরত মুসা (আঃ) প্রথম সারির একজন নবী। পবিত্র কোরআন শরীফে তিনি বহুল আলোচিতো ব্যাক্তি হিসাবে সুনামের অধিকারী হয়েছেন। তাঁর জীবনের যতগুলো ঘটনা পবিত্র কোরআনের বিভিন্নস্থথানে উল্লেখ করা হয়েছে তা নজির বিহীন। 

        হযরত মুসা (আঃ) িএর পিতার নাম ছিল এমরান। মাতার নাম নিয়ে মতবিরোধ আছে। তবে নির্ভরযোগ্য র্সত্র থেকে যতদূর জানা যায়  তাতে খাতুন নামে একজন বনি ইস্রাইল বংশিয়া সম্ভ্রান্ত মহিলা ছিনে তার মাতা। হযরত মূসা (আঃ) এর জন্ম বৃত্তান্ত হযরত ইব্রাহীম (আঃ) এর জন্ম বৃত্তান্তের সাথে প্রায় হুবহুব মিলে যায়। 

ফেরাউন  এর রাজত্ব

        তখন মিশরসহ অর্ধ পৃথিবীর বাদশাহ ছিল ফেরাউন। সে অত্যন্ত প্রতাপশালী, স্বাস্থ্যবান ও সম্পদশালী বাদশাহ ছিল। তার সাড়ে চারশ বছরের জীবনে কোন দিন কোন অসুখ হয় নি। সাধারণ সর্দি পর্যন্ত তার লাগে নি। ফেরাউনের ইতিবৃত্তি সম্বন্ধে একজন বিশিষ্ট ঐতিহাসিক লিছেছেন যে, তার জন্ম ব্যাবিলনে। সে একজন সাধারণ পরিবারের লোক। অনেক দুঃখ দৈন্যের মধ্যে সে বড় হয়ে মিশরে যাত্রা করে। পথে হামান নামক এক ব্যক্তির সাথে পরিচয় হয় এবং তার সাথে বন্ধুত্ব গড়ে উঠে। অতপর উভয়ে একত্রে মিশর পৌছে। মিশরে জীবন জীবিকা নির্বাহের জন্য কিছু ছোট-খাটো ব্যবসা আরম্ব করে । কিছু দিন ব্যবসা করার পরে হঠাৎ একজন স্থানয়ি ব্যক্তির সাথে তার ঝগড়া সৃষ্টি হয়। ফলে ফেরাউনকে অভিযুক্ত হয়ে রাজ দরবারে যেতে হয়।  তখন রাজ রাজাগণ দেশের বিচারাচার নিজ হাতে করতেন। অভিযু্ক্ত ফেরাউন রাজার নিকট এত বিনয় ও নম্রতার সাথে অভিযোগসমূহের জবাব দিলেন যাতে রাজা তাকে কেসুর খালাস প্রদান করেন। উপরন্তু রাজার নিকট তার কোন দাবি বা প্রার্থনা আছে কিনা তিনি জানতে জান। ফেরাউন তখন রাজ দরবারে  সাধারণ একটি চাকরির জন্য আবেদন করল। রাজা তার বিচক্ষণতায় কিছুটা আকৃষ্ট হয়েছিলেন, তাই তার চাকরির আবেদন মঞ্জুর করে তাকে গোস্থানের পাহাড়াদার নিযুক্ত করলেন। 

দ্বিতীয় পর্ব দেখতে 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url