সবাই যেখানে প্লেনের মালিক
এমন এক শহর আছে যেখানে অলি-গলি, ছোট বড় রাস্তা বলে কিছুই নেই। একটাই পথ। আর তা পুরোটাই রানওয়ে। শহরের নাম ক্যামেরন পার্ক। আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই শহরে যারা থাকেন, তারা অফিস যান প্লেনে চড়ে। এমনটি সপ্তাহান্তের ছুটি কাটাতেও বেরিয়ে পড়েন প্লেন নিয়ে।
সরকারি নথিতে অবশ্য ক্যামেরন পার্ক শহর নয়। একটি ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার বিমান ঘাটি অকেজো হয়ে পড়েছিল। একই সাথে অবসরপ্রাপ্ত বিমানচালকের সংখ্যাও বাড়ছিলো। সংখ্যাটি ১৯৩৯ সালে ৩৪ হাজার থেকে বেড়ে ১৯৪৬ এ চার লাখে গিয়ে ঠেকে।
যুদ্ধে অংশ নেয়া সেই অবসরপ্রাপ্ত বিমানচালকদের আরামের অবসর দিতেই ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেয়া হয়। আমেরিকার অসামরিক বিমান কর্তৃপক্ষ ঠিক করেন অকেজো বিমানঘাটিগুলোতেই অবসরপ্রাপ্ত বিমান চালকদের ভালো লাগবে ,এই ধারনা তেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েলি। সেই ভাবনা থেকেই ১৯৬৩ সালে তৈরী ক্যামেরন পার্ক। এই শহরের প্রতিটি পরিবারেরই কোন না কোনো সদস এক সময় বিমানালক ছিলেন।
বিশ্বে এমন ফ্লাই-ইন-কমিউনিটি রয়েছে ৬৪০টি। তার ম্যে ৬১০ টিই আমেরিকায় । তবে বৈশিষ্ট্যে ক্যামেরন পার্ক তার মর্ধে সবচেয়ে ুনখুত বলে মনে করা হয়। আর পাচটা শহরে বাস-ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে, এ শহরে পে-নও চলে সেই ভাবে। গাড়ির গ্যারাজের মতোই পে-ন রাখার জায়গা বা হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে ।